Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

জাতীয় মহিলা সংস্থা, পঞ্চগড় জেলা শাখা হতে প্রাপ্ত সেবা সমূহঃ


০১. দরিদ্র, বেকার ও উদ্যোগি মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে একক বা দলগতভাবে স্বকর্ম সহায়ক ঋণ প্রদান।

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত তহবিল দ্বারা পরিচালিত স্বকর্ম সহায়ক ঋণ কার্যক্রমের আওতায় দরিদ্র, বেকার ও উদ্যোগি মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই কার্যক্রমের আওতায় একক বা দলগতভাবে =৫,০০০/- (পাঁচ হাজার) টাকা থেকে =২০,০০০/- (বিশ হাজার) টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। চুক্তি করার জন্য ঋণগ্রহিতার ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প গ্রহন করা হয় এবং এই ঋণের সার্ভিস চার্জ ১০%। সেবা প্রদানের স্থান সদর উপজেলা ও সেবা প্রদানের সময়সীমা ১ বছর।

 

০২. অবহেলিত মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম।

মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় অবহেলিত মহিলাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে মাথাপিছু =৫,০০০/-(পাঁচ হাজার) টাকা থেকে =১৫,০০০/-(পনের হাজার) টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। চুক্তি করার জন্য ঋণগ্রহিতার ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প গ্রহন করা হয় এবঙ এই ঋণের সার্ভিস চার্জ ৫%। সেবা প্রদানের স্থান সদর উপজেলা ও সেবা প্রদানের সময়সীমা ২ বছর / ২২ কিস্তিতে পরিশোধযোগ্য।


০৩. নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর আইনগত অধিকার আদায়ের লক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধ সেল কার্যক্রমের মাধ্যমে নির্যাতিত অসহায় মহিলাদের সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান।


০৪. অনগ্রসর অবহেলিত বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে দর্জি বিজ্ঞান ও এম্ব্রয়ডারী প্রশিক্ষণ কার্যক্রম।

বিধবা, অসহায়, দরিদ্র ও বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয় বর্ধক কর্মকান্ডের সহিত সম্পৃক্ত করার লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা ৮ম শ্রেণী পাশ মহিলাদের ০৪ (চার মাস) মেয়াদি দর্জি বিজ্ঞান ও এম্ব্রয়ডারী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রশিক্ষনার্থীদের দৈনিক ভিত্তিক ২০ টাকা হারে ভাতা প্রদান করা হয় এবং পরীক্ষা গ্রহনের পর সার্টিফিকেট প্রদান করা হয়। সরকারী ছুটি ব্যতিত রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত দুই সিফটে সকাল ৯.৩০টা হতে দুপুর ১.০০ টা পর্যন্ত এবং দুপুর ১.৩০টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত জেলা শাখা কার্যালয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।


০৫. নারীদের কর্ম দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষিত-বেকার মহিলাদের তথ্য প্রযুক্তি ও কম্পিউটারে প্রশিক্ষণ প্রদান।

জাতীয় মহিলা সংস্থা পরিচালিত মহিলা কম্পিউটার প্রশিক্ষণ  –এর মাধ্যমে শিক্ষিত বেকার মহিলাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী ৩৬০ ঘন্টা (০৬ মাস) মেয়াদী সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয়। কোর্স ফি =১০০০/- টাকা। জাতীয় মহিলা সংস্থা পরিচালিত জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা) –এর নিজস্ব অত্যাধুনিক কম্পিউটার ল্যাবে সরকারী ছুটি ব্যতিত রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত দুই সিফটে সকাল ৯.৩০ টা হতে দুপুর ১২.৩০ টা পর্যন্ত , দুপুর ২ টা  হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত মোট (২৫+২৫)=৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রত্যেক ব্যাচ থেকে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী মোট ৩(তিন) জন করে মাসিক =২০০০/- (দুই হাজার) টাকা হারে ৬(ছয়) মাস মেয়াদী ইন্টার্ণীশীপ করার সুযোগ রয়েছে। 

প্রশিক্ষণের মাধ্যমে অর্জনযোগ্য মৌলিক দক্ষতাঃ
১। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে কম্পিউটার পরিচালনা, কম্পিউটারের প্রত্যেকটি অংশকে সংযুক্ত করাসহ যে কোন সফটওয়্যার ইনস্টল/আনইনস্টল করা।
২। MS Word এর মাধ্যমে বাংলা এবং ইংরেজিতে ডকুমেন্ট তৈরি করা।
৩। MS Excel এর মাধ্যমে স্প্রেডসীট তৈরি করা।
৪। MS Access এর মাধ্যমে ডাটাবেজ তৈরি করা।
৫। MS power point এর মাধ্যমে আকর্ষনীয় প্রেজেন্টেশন তৈরি করা।
৬। ইন্টারনেট ও ই-মেইল।
 ৭। আতবিশ্বাসের  সাথে ইংরেজী ভাষাভাষির সাথে যোগাযোগ করতে পারা।

 

০৬. অনগ্রসর, বেকার, অল্প শিক্ষিত প্রান্তিক মহিলাদের দক্ষতা উন্নয়ন ও আত্বনির্ভর্শীল করার লক্ষে  নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর মাধ্যমে ব্লক বাটিক ও স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ  প্রদান।

অত্র জেলায় বসবাসরত অনগ্রসর, বেকার, অল্প শিক্ষিত প্রান্তিক মহিলাদের দক্ষতা উন্নয়ন ও আত্বনির্ভর্শীল করার লক্ষে ২০১৬-১৭ অর্থবছর থেকে পঞ্চগড় জেলায় উক্ত প্রকল্পটি শুরু হয়। ০৪ মাস মেয়াদী এই কোর্সে দুই শিফটে ২৫+২৫=৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীগনকে প্রকল্পের নীতিমালা অনুযায়ী বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে মাসে ২০ কুড়ি কার্য দিবস অনুযায়ী =১০০/- টাকা হারে চার মাসে মোট ২০০০*৪=৮০০০/- আট হাজার টাকা ভাতা প্রদান করা হয়।

 

০৭. নারীদের স্বাবলম্বী করতে “আমার ইন্টারনেট আমার আয়” কর্মসূচীর আওতায় “ফ্রিল্যান্সিং ট্রেনিং” কোর্সে প্রশিক্ষণ প্রদান।

“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত “আমার ইন্টারনেট আমার আয়” কর্মসূচীর আওতায় পঞ্চগড় জেলায় ০৬/১০/২০১৮ তারিখ থেকে “ফ্রিল্যান্সিং ট্রেনিং” কোর্স শুরু হতে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করতে বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সকল জেলা শহরে ফ্রিল্যান্সিং ট্রেনিং চলছে। 

“আমার ইন্টারনেট আমার আয়” কর্মসূচীর আওতায় “ফ্রিল্যান্সিং ট্রেনিং” কোর্সে  ভর্তির যোগ্যতা: (কার্যক্রম শেষ হয়ে গেছে)
- অন্তত এইচএসসি পাশ, মাইক্রোসফট অফিস সফটওয়্যার চালানোয় দক্ষ, উইন্ডোজ অপারেশন, ওয়েব ব্রাউজিং
- জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা) প্রকল্পের মাধ্যমে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত
- নির্দিষ্ট কোনো অনলাইন কাজে সফটওয়্যার চালানোয় দক্ষ
 - ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার (ডেস্কটপ বা ল্যাপটপ) থাকতে হবে

ফরম পূরণের নিয়মাবলী:
- সকল প্রশ্ন পূরণ বাধ্যতামূলক
- বাংলা কিংবা ইংরেজি যেকোনো ভাষায় ফরম পূরণ করা যাবে
 - এই ফরম ২ অক্টোবর  ২০১৮ রাত ১২টা পর্যন্ত পূরণ করা যাবে

ট্রেনিং মডিউল:
- ৬টি ফ্রিল্যান্সিং সাবজেক্ট
- ২২টি অনলাইন ক্লাস
- ৬ দিন সরাসরি জেলায় ক্লাস
 - চার মাস অনলাইন মনিটরিং