Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

নারীদের স্বাবলম্বী করতে “আমার ইন্টারনেট আমার আয়” কর্মসূচীর আওতায় “ফ্রিল্যান্সিং ট্রেনিং” কোর্সে প্রশিক্ষণ প্রদান।“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত “আমার ইন্টারনেট আমার আয়” কর্মসূচীর আওতায় পঞ্চগড় জেলায় ০৬/১০/২০১৮ তারিখ থেকে “ফ্রিল্যান্সিং ট্রেনিং” কোর্স শুরু হতে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করতে বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সকল জেলা শহরে ফ্রিল্যান্সিং ট্রেনিং চলছে।

 

“আমার ইন্টারনেট আমার আয়” কর্মসূচীর আওতায় “ফ্রিল্যান্সিং ট্রেনিং” কোর্সে  ভর্তির যোগ্যতা:
- অন্তত এইচএসসি পাশ, মাইক্রোসফট অফিস সফটওয়্যার চালানোয় দক্ষ, উইন্ডোজ অপারেশন, ওয়েব ব্রাউজিং
- জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা) প্রকল্পের মাধ্যমে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত
- নির্দিষ্ট কোনো অনলাইন কাজে সফটওয়্যার চালানোয় দক্ষ 
- ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার (ডেস্কটপ বা ল্যাপটপ) থাকতে হবে

 

ফরম পূরণের নিয়মাবলী:
- সকল প্রশ্ন পূরণ বাধ্যতামূলক
- বাংলা কিংবা ইংরেজি যেকোনো ভাষায় ফরম পূরণ করা যাবে
- এই ফরম ২ অক্টোবর  ২০১৮ রাত ১২টা পর্যন্ত পূরণ করা যাবে

 

ট্রেনিং মডিউল:
- ৬টি ফ্রিল্যান্সিং সাবজেক্ট
- ২২টি অনলাইন ক্লাস
- ৬ দিন সরাসরি জেলায় ক্লাস
- চার মাস অনলাইন মনিটরিং