Wellcome to National Portal
Main Comtent Skiped

Services List

জাতীয় মহিলা সংস্থা পঞ্চগড় জেলা শাখা হতে প্রাপ্ত সেবা সমূহঃ

ক্রমিক নং

সেবা গ্রহনকারী দল/ব্যক্তি

সেবার বিবরন

সেবা প্রদানের স্থান

সেবা প্রদানের সময়সীমা

০১

দরিদ্র, বেকার ও উদ্যোগি মহিলাদের একক বা দলগতভাবে

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত তহবিল দ্বারা পরিচালিত স্বকর্ম সহায়ক ঋণ কার্যক্রমের আওতায় দরিদ্র, বেকার ও উদ্যোগি মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই কার্যক্রমের আওতায় একক বা দলগতভাবে ৫,০০০/- (পাঁচহাজার) টাকা থেকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। চুক্তি করার জন্য ঋণগ্রহিতার ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প গ্রহন করা হয় এবংএই ঋণের সার্ভিস চার্জ ১০%।

সদর উপজেলা

১ বছর

০২

ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় অবহেলিত মহিলাদের

মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় অবহেলিত মহিলাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে মাথাপিছু ৫,০০০/- (পাঁচহাজার) টাকা থেকে ১৫,০০০/- (পনের হাজার) টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। চুক্তি করার জন্য ঋণগ্রহিতার ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প গ্রহন করা হয় এবঙ এই ঋণের সার্ভিস চার্জ ৫%।

সদর উপজেলা

২ বছর/ ২২ কিস্তিতে পরিশোধযোগ্য

০৩

নির্যাতিত নারী

জাতীয় মহিলা সংস্থা, পঞ্চগড়নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর আইনগত অধিকার আদায়ের লক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধ সেল কার্যক্রমে পরিচালনা করে আসছে। নির্যাতিত মহিলা যাদের আয় ৫০০০/- টাকার নীচে তাদের এ সেলের মাধ্যমে সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংশা করা হয়।

সদর উপজেলা

 

০৪

বিধবা, অসহায়, দরিদ্র ও বেকার মহিলা

অনগ্রসর অবহেলিত বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয় বর্ধক কর্মকান্ডের সহিত সম্পৃক্ত করার লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা ৮ম শ্রেণী পাশ মহিলাদের ০৪ (চার মাস) মেয়াদি দর্জি বিজ্ঞান ও এম্ব্রয়ডারী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রশিক্ষনার্থীদের দৈনিক ভিত্তিক ২০ টাকা হারে ভাতা প্রদান করা হয় এবং পরীক্ষা গ্রহনের পর সার্টিফিকেট প্রদান করা হয়। সরকারী ছুটি ব্যতিত রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত দুই সিফটে সকাল ৯.৩০টা হতে দুপুর ১.০০ টা পর্যন্ত এবং দুপুর ১.৩০টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত  প্রশিক্ষন প্রদান করা হয়।

জেলা কার্যালয়

০৪ মাস

০৫

বেকার যুব মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ০৩ (তিন) মাস মেয়াদী সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার এপ্লিকেশনও০৬(ছয়) মাস মেয়াদীডিপ্লোমাইন কম্পিউটার এডুকেশনকোর্সে এসএসসি পাশ মহিলাদের প্রশিক্ষন প্রদান করা হয়। কোর্স ফি ১০০০/- (এক হাজার) টাকা। সরকারী ছুটি ব্যতিত রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত তিনসিফটে সকাল ৯টা হতে দুপুর ১২ টা পর্যন্ত , দুপুর ১২ টা  হতে দুপুর ২টা পর্যন্তএবং দুপুর ২টা হতে বিকাল ৫টা পর্যন্ত প্রশিক্ষন প্রদান করা হয়।

প্রশিক্ষন শেষে আগ্রহীদের ০৪ (চার) মাস মেয়াদী ইন্টার্নশীপের ব্যবস্থা আছে।

জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষপ্রকল্প

তেতুলিয়া রোড(নর্দান ডায়াগ্নোসিস কম্পেক্স - উপর তলা) ফোনঃ ০৫৬৮৬২২৫৭

০৩ মাসও ০৬ মাস